আমি কবি শোষিত বঞ্চিত মানুষের
শান্তির ডানা মেলা শুভ্র কপোতের
আমি কবি ভালোবাসি শান্তির নীড়
অটুট ন্যায়ের প্রতীক ; সেই কর্মীর।


আমি কবি কৃষাণের ধানের জমিন
ঘুম ভেংগে জেগে ওঠা নতুনের দিন,
আমি কবি শিশুদের, পাখিদের গান
থোকা থোকা কাশ ফুল, নদী বহমান।


আমি কবি চোখে শূল সদা অনাচারে
বুকে রাখি দূ:খি জনে, যারা অনাহারে
আমি কবি স্বাপ্নিক আশার পাখি
নতুনের গান গাই স্বপ্নকে ডাকি।


আমি কবি রাখালের, মুটে মুজুরের
চোখের কাটা শুধু পুঁজি পতি হুজুরের
আমি কবি ভালবাসি  শান্তির চাষ
ফুলে ফলে সুশোভিত নতুন নিবাস।


আমি কবি অনাহারি নিপীড়িত জনতার
আশাহীন  ভাষাহীন  মানুষের অধিকার
আমি কবি গান গাই আপন খেয়ালে
ছবি আকি আনমনে স্বপ্ন দেয়ালে।


আমি কবি জেলে আর চাষাদের ভাই
মন টানে মাঠে ঘাটে - গানের সানাই,
আমি কবি ভালবাসি শিশু -পাখি -ফুল
ভালবাসি স্রষ্টাকে, নবী ও রাসুল।