এখানে আকাশ নীল;নীলপাড়ে শাড়ী
মেঘেরা চলিছে ছুটে ঘনকেশী নারী
আলতা রাঙা ভোর আলো ফিক্ ফিক্
জেগে ওঠে মাঠ ঘাট ঠিক চারদিক ।
বাঁশ ঝাড় গাছ ঝাড় অগনন বাড়ী
একাকী দাঁড়িয়ে রয় নিম সারি সারি
কাশবনে কাশ ফুটে নানা রঙ ফুল
জেগে ওঠে প্রকৃতি আর নদী দুই কূল।
রাতে জাগে জোনাকিরা আলো ঝিলমিল
দুপুরে নিসীমে -ডানা মেলে ধরে চিল।
আষাঢ় গগন নামায় আশার বাদল
বিলে ঝিলে শোভা করে যত শতদল।
সাত রঙ রংধনু পুবের গগনে
পালতোলা নাও ভাসে ঢেউয়ের লগনে।
এসো সখি ভিজিবো আজ জলে টুপ টুপ
বর্ষার রঙ্গে রঙ্গীন বাংলার রুপ।।