একদিন পাখি এক এসেছিল এখানে আপন
বাংলাকে ভালবেসে শরতের কাশবনে রেখে গেছে মন
পৌষের আকাশে তাই ঝড়িয়েছে শুভ্র পালক;
শিমুলের ডালে আজো পড়িতেছে রুপের ঝলক।
কার্তিকের নবান্নের দেশজুড়ে হাসি তার রাশি রাশি
সোনা ধানে ছবি আঁকা কৃষাণির মুখ
সাদা সাদা গরুবক এক ঠ্যাংগে দাঁড়িয়ে একাকী-
বাংলার নদী জল ভালবেসে খুঁজিতেছে পৃথিবীর রুপ।।
খড়ের গাদারপর ঝরে পড়ে হিমের পরশ
ছোট নদীটির তীরে অপলক নেচে যায় মাছদের ঝাঁক
আম  জাম  কাঁঠালের ঝোপে ঘেরা গাঁ
দেখে দেখে পাখি আজ নিজেই অবাক!
হায় পাখি এসো ফের এই বাংলায়-
জলপাই বটে ঘেরা এইসব গাঁয় ।।