যেখানে মাছের রুপোলী ডানায়
খেলা করে আমার স্বপ্ন সুখ
সারা দিন প্রজাপতির পিছু পিছু
অ্নন্ত ছুটোছুটি
একটি ফেলে আসা শৈশবের মোহে
দিগন্ত থেকে আদিগন্তে.................
হলুদ শরষের ক্ষেত
মহুয়ার গন্ধ
রঙ্গীন ডানার অযুত ঘাস ফড়িং
দিগন্ত প্রসারী সবুজ ধান ক্ষেত
শিমুল পলাশে আঁকা
রক্তিম মানচিত্র
টেকনাফ থেকে তেতুলিয়া
সবুজ জাজিম বিছানো আমার মায়ের আঁচল ।
এখানে বংগ বন্ধু ,শেরে বাংলা ,মজলুম জননেতা মাওলানা ভাসানী
জেনারেল এ এম জি ওসমানি , মেজর জিয়া
নজরুলের দ্রোহের বাঁশি ,অগ্নিবীণার সুর
তিতুর বাঁশের কেল্লায় পত পত উড়ে
লাল সবুজের পতাকা
এখানে কৃঞ্চচুড়ার ডালে ডালে দোলখায় রক্তিম পতাকা
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাংগীর ,সিপাহী মোস্তফা কামাল
নীলাকাশের মুক্ত বিহংগ লেফটেন্যান্ট মতিউর রহমান,মুন্সি আব্দুর রউফ
বাংলার প্রতিটি ঘরে ঘরে লক্ষ মুক্তি সেনা ,নাম না জানা হাজারো তারামন বিবি
আপন আলোয় উদ্ভাসিত এক একটা রক্তজবা
এখানে রক্ত বন্যা আসে বার বার
৫২, ৬৯,৭১ কিংবা ৯০ এর বেশে
তার পর মায়ের কোমল বুকের উপর জেগে ওঠে
এক খন্ড নরম পলিমাখা ফসলি জমিন
এখানে শ্লোগান মুখর প্রতিটি প্রহর
বিপ্লবের ঘোড়া গুলোর হ্রেষাধ্বণি
টগ বগিয়ে ছুটে চলে শতাব্দী থেকে শতাব্দীর প্রান্ত সিমায়
এখানে কোকিলের ডাক দ্রোহের আগুন ছড়ায়
চির বসন্তের আহবান
লক্ষ কন্ঠে উচ্চারিত হয় প্রতিটি প্রাণের স্পন্দনে
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি ।