পলেস্তরা খসে খসে পড়েছে ক্ষুয়ে
ধুলোট আঁধারে তার রেখাটি ক্রমস,
অথচ গগনে আজো সেই শ্লোগান-
আমার মায়ের ভাষা - কেড়ে নেবে কে !


গোটা শহর , ল্যামপোষ্টের জরাজীর্ণ খুঁটি
একপায়ে দাঁড়িয়ে থাকা মাইলষ্টোন
আচমকা সিটি দিয়ে থেমে যায় ট্রেন ,
নোঙর করা জাহাজের মত খুঁজে জীবনের স্বাদ
উল্কা ঝড়ে ; ঝরে পড়ে একমুঠো  রক্ত গোলাপ ।


প্রভাত ফেরীর মিছিলে ভাসে ভোরের সুবাস
গোটা শহর যেন এক একটি জ্যান্ত পোস্টার......
অ-আ-ক – খ,উদ্ভাসিত গোটা গোটা বর্ণমালা
জ্বল জ্বলে প্রকাশমান  শহীদের মুখ
রফিক- সফিক,বরকত সহ
অসংখ্য সহযাত্রীর মুখ ভেসে রয় সেই পোস্টারে
আর আমরা মুখিয়ে  থাকি-
এক ফেফ্রয়ারী থেকে আরেকটি ফেফ্রয়ারীর প্রতিক্ষায় ।
*** ৩১/০১/২০১৮