স্বাধীনতা আমার ।প্রিয় স্বাধীনতা
তোমায় পাইতে গিয়ে রঞ্জিত
রাজপথ , কৃষকের রক্তাক্ত হাত
ছিড়েছে সুখের পাল , কত মায়ের আত্ননাদ ।


প্রিয় স্বাধীনতা । স্বাধীনতা আমার
তোমাকে পাইতে গিয়ে মেঘনা, যমুনা
রক্ত বন্যায় ভেসেছে বাংলার বুক
মায়ের অশ্রু নদী ,প্রিয় বোনের বৈধব্য মুখ ।


স্বাধীনতা । প্রিয় স্বাধীনতা আমার
তুমি লাল সবুজের পতাকার মুখ
অগণন তারামন বিবিদের কেড়ে নেয়া স্বপ্ন
বিনাশী ঝড়ে ধ্বংস সাজানো সংসার ; স্বপ্ন সুখ ।


স্বাধীনতা । তুমি আমার প্রিয় স্বাধীনতা
অনেক দামে কেনা রক্তের ঋণ
উন্নত - উঁচু শীর দুরন্ত শাহীন
ভূলব কি করে বলো তোরে কোন দিন ?