** **


শেষ হবে এই দিন ,জাগবে নবীন
তিমির কেটে হবে আলোমাখা দিন
জাগবে নতুন তরী  কেটে যাবে ভয়
গাছে গাছে  দোল খাবে  সব কিশলয় ।


থেমে যাবে হানাহানি  ধ্বংস বিবাদ
নতুন আলোতে ফের কেটে যাবে রাত
মানুষে মানুষে হবে সেতু বন্ধন
মিটি মিটি হেসে রবে আগামির ক্ষণ ।


নিরাশার মেঘ কেটে আলো ঝলমল
খেলবে মনের সুখে শিশুদের দল ,
পাখির ডানায় লিখে মুক্ত আকাশ
গ্লানী মুছে জেগে রবে মনের আকাশ ।


আসবে নতুন দিন জাগাতে ধরা
জেগে রবে গা ঝেরে যত আধমরা
নুহের প্লাবন পর নতুন একদিন
পৃথিবী সাজবে ফের হয়ে রঙ্গীন ।


থেমে যাবে অনাচার , হিংসা দানব
জোসনার ফুল হবে আগামি মানব ,
হয়নি প্রভাত বলে হবে নাকি আর ?
আধাঁরেই কাঁদবে কি দুনিয়া খোদার !


পাহাড়ে পাষাণ যেমন গলে ঝর্ণায়
গলবে ক্লেদের ঘাম শীতল ছায়ায়
মিটি মিটি জেগে রবে নক্ষত্র আকাশ
ফলে ফুলে সুষমায় ভরবে নিবাস ।


শেষ হবে  বেদনার  এই কালো রাত
সোনালী দিগন্তে হাসে নবীন প্রভাত
রুপোলী আলোতে এসো খাই লুটোপুটি
বেদনা বিবাদ যত দিয়ে দিই  ছুটি ।