ঝির ঝির বায়ুবয়
ফিসফিস কথাকয়
শিরশির কিশোলয়,
চুপচুপ দেয় ডুব
পৃথিবীর কতরুপ !


কাকলির কলতান
মন করে আনচান
কে দিয়েছে এমন সুধা
এই দুনিয়া ঘেরা ?
শিল্প তাহার অতুল বলেই
তিনিই শিল্পি সেরা ।


পাহাড়ের নির্ঝর
নদী ঢেউ থরথর
ঝরণার ঝর ঝর
রহমত সুধা তাঁর
তাঁর রহমে সিক্ত স'বে
তিনিই শিল্পি সেরা ।


মনভোলা ফুলকূল
হাসি খুশি বুলবুল
কোকিলের কুহুডাক
শিশুদের অনুরাগ
কে দিয়েছে এমন মায়া
তিনিই রহিম ছাড়া ?


সৃষ্টি যে তার শ্রেষ্ট বলে
তিনিই শিল্পিসেরা
ভাসছি মোরা রহমতে তাঁর
আকাশ বাতাস তারা
রোজ বিহানে সূর্য্য ওঠে
তাঁর ডাকে দেয় সাড়া !!