( নির্মম পহেলা এপ্রিলের শহীদ বীরদের স্মরণে)



আজো ডেকে যায় বেদনার দিন
আন্দুলুসের খুন
কর্ডোভার বুক অবিরাম কাঁদে
কান পেতে তোরা শুন।


স্বর্ণালী রবি ম্লান হয় কেন তারিকের পর্বতে
গোটা দুনিয়ার শাসকেরা কেন মরে আজি সংকটে!
এশিয়া - ইউরোপ সারা দুনিয়ায় কাঁদে কেন উম্মত
হারানোর দিন ফিরে পেতে চাই অতীত চেতনা বোধ।


মহা ধুম ধামে ঘটা করে বরি কোন সে এপ্রিল ফুল
যুগ যুগান্ত শত শতাব্দী কাঁদায় যেসব ভুল,
আজো দেখি সেই দিগন্ত নীলে ঘনঘোর আবলুস
পুরে ছার- খার চেতনার বক হারানো আন্দুলুস।


কান্নার রোল ওঠে সেথা
খোদার আরশ ছেদিয়া হায়
আন্দুলুসের খুনের ঢেউ
আজো বিধে কলিজায়।


যে এপ্রিল কাঁদায় তোমায় চেতনায় দেয় নাড়া
সেই এপ্রিল ফুল- এর মোহে তুমি আজ দিশেহারা
হায় উম্মত একি দশা আজ! লজ্জাতে তব মরি
ফেরাতে হবে হারানো সে দিন কোরানের পথ ধরি।