সমাগত কবিতার প্রাণ দূর দেশে খুঁজে খুঁজে ফিরি
শুয়ে আছে বেলাভূমি কোলে দক্ষিণ দুয়ারের সিঁড়ি।
প্রতি সোপানের পুলকিত দেহ মৌন ধ্রুপদী গন্ধে
অতি গোপনের শিলালিপিও ঘরে ফেরে তাল ছন্দে।
কখনও মোহে বাঁধিয়াছি নদী কলকল তোলা তান
কখনও দোঁহে ওড়ায়েছি ঘুড়ি সততার বোনা ধান।
প্রীতিময় স্মৃতি জনমের রীতি আলোড়ন তুলেছে কর্মে
বর্ণাঞ্জলি নীল কৃতজ্ঞতার ফুটিয়ে আমার মর্মে।
কখনও ভাসিয়েছি ভেলা অবহেলা নিরুদ্দেশে চলি
মুছে দিয়ে দাগ পথের চিহ্ন আছে যত অলিগলি।