জন্মের মত মুছে গেছে জন্মদাগ
পিতা সবই জানেন, সর্বংসহা
মাটি তাঁকে করে না তো গ্রাস।
নিকষ ফ্রেমে বন্দী পায়রাটি
জন্মান্তরে ভুলবে না ইতিহাস।


মনে হলো, হিজল বনের পাড়ে
সাহসী আঙ্গুল, কবির কণ্ঠে যুগ
বুক জুড়ে হলুদ সর্ষে দাঁড়ায়, বেঈমানের বন্দুক।
কাকতাড়ুয়ার কী আসে যায় তাতে
ছায়া আবার পড়ছে জোছনা রাতে।


কালো আকাশ কালো পাতায়
হ্রদের জলে দোয়াত কলম
সবুজ কালির চরণপাত, সোঁদা মাটি
মুঠোয় ভরে বিস্ময়ে, পালায় অহি
শুনে তাঁর অগ্নিকন্ঠের বজ্রপাত।


শোক সে-তো জাগরণ অভিরাম
দ্বীপান্তরের মাটি ছুঁয়ে আছে-
ক্ষুদিরামের ভস্ম অনির্বাণ, ফাঁসির দড়ি
বিষের ন্যায্য দর। পিতৃহন্তার মূল্য
রক্তেরক্তে বয়ে যাবে জাতি জীবনভর।


(১৫ই আগস্ট, ২০২১)