বি-পজিটিভ, বিজ্ঞাপন লাগে না- তবু
পাহাড়টাকে মনে হলো পুরনো বন্ধু,
যে পড়ার ঘরে গল্পের দু’হাত ভরিয়ে দিয়েছি
তাকে মনে হলো যুদ্ধক্ষেত্রের লাল মাটি।
যে সন্ধ্যায় আমার বাড়ি ফেরা হতো না
সময়-যন্ত্রে শুয়ে থাকতাম যে রেইসকোর্সে
সেখানে আমার ঘাসের এপিটাফ বসে।
যে পূর্ণিমায় চোখে মাখতাম জোছনা
অবোধ বালকের মতো কাচের বোতলে
জোছনা ভরে, লিখে দিতাম নাম,
সে জোছনা এখন মূল্য খোঁজে।
কত কি ভেবেছি তোমাদের-
ঝাউ বন ফেলে, শহর ফেলে বহুদূর
শুধু তোমাদের ভেবে নিবিড় আলয়।
সবই আজ রক্তের বিনিময়ে হৃদয় চায়।
বি-পজিটিভ, বিজ্ঞাপন বোঝে না- তবু
হৃদয়ের বিনিময়ে হৃদয় চায়।