আবার এসেছ বন্ধু তুমি আমার রাঙ্গাপথে
যে পথে হেঁটেছি কতটা কাল আমার ভাঙ্গারথে।
ধুলোয় করেছি মহিমা বর্ণন যা কিছু পেয়েছি রণে
জীবনযুদ্ধে হারতে পারিনি হেরে গিয়েছি মনে।
এসেছ যখন মুক্ত হৃদে দাঁড়াও আমার পাশে
ব্যথাহত মনে কামনা আমার হৃদয় হতে আসে।
যত অভিমান ছিন্ন করেছো এইত আমার সব
আমারও যত দ্বিধা-অভিমান করছে কলরব।
মনের কথা শুনবো আমি মুখের কথা নয়
আত্মার কথা মনের কথা মুখের কথা কয়।
এসেছ বহু বাধা রুখে আলিঙ্গনের কোলে
মিলন গীত উৎসারিত সব অভিমান ভুলে।
ক্লান্ত তুমি আমার মত ওঠ ভাঙ্গা রথে
নিয়ে যাব তোমায় আমি সার্থকতার পথে।
            
(৪ঠা অক্টোবর, ২০১৯)