প্রেম নিও মুঠো পেতে, যখন চাইব দিতে
সময় বড় কম, আমার ললাটে যদি
মেঘ ভাসে নিরবধি, সেই প্রেম মেখে দিও
তোমার রোদের গালে, ছায়া পড়ে অবহেলে
বুঝে নাও যা কিছু তোমার ছিল।


আমার স্বপ্ন কভু দূর দেশ হতে যদি
তোমারে শোনায় পাহাড়ের কথা
জেনে নিও, সমুদ্র ঢেউ তুলে ভাসিয়েছে
তোমার চুলের ফাঁকে কলমি লতা,
আমার আসার আগে।

রাত যদি রাগ করে পূর্ণিমার কালে
লুকোচুরি খেলে মেঘেদের পালে
তার ঠোঁটে মেখো না আমার সোহাগ,
তোমার বুকের গন্ধ আগেই পেয়েছি
আলিঙ্গনে সুহাসিনী বোঝ অনুরাগ।


জলের বাসরে কাব্য আসরে
তোমার নগ্ন বুকে জোনাকির রাত
আমার বক্ষ মাঝে, তোমার নূপুর বাজে
ঝংকারে সন্ধ্যা এসে, কোন এক কবিরে ভালোবেসে
হাতে রেখেছিল হাত।


(২রা আগস্ট, ২০২১)