বিকাল রোদ হাটে পিছুপিছু, দেখি মায়া নিয়ে মধুস্মৃতি
সামনে সমুদ্র উঠে আসে তৃষা ইতিহাস শপথভঙ্গের রীতি।
প্রেম দিয়ে ভেঙ্গেভেঙ্গে পাহাড় ঝরণাধারায় সঁপেছি ক্ষণ
পানপাত্রে জয়ী হওয়া নেশা পেয়ে হারানো রাজার ধন।
ছায়া ঢাকা আলোর উঠোন মনে ভাসে প্রেমের শৈশব
সব ফেলে যাব দূরে থাকবে পড়ে যত আনন্দ উৎসব।
তবু ক'টা দিন সুখী মন নিয়ে দরজা খোলা হাওয়া
হিজল বনে হাওয়ায় দোলে কবিতার চাওয়াপাওয়া।