শব্দ আসে না মনে কবিতায় ভাটা; ঠোঁট চৌচির
শব্দ ভাসে না ঠোঁটে, প্রলাপ ছাড়া বিকেল
চায়ের কাপে অশব্দের ধোঁয়া ম্রিয়মাণ।
নষ্ট সময়ের বিনষ্ট চেতনাকাল পাথরের
বিশ্বাসে ওঠে অগ্নি ছায়া।

খোলা মন বোতাম ছেড়া সার্ট পরে হরিণ-দৌড়
জন্তু এসে পাহারা দেয় কাঁচা মাংস,
কাঁটাতার ভিন্ন ভাবনা বিচ্ছিন্ন সময়
সূর্য একই তোমার আমার আহ্নিক গতি।

দুধ পুড়ে ছাই হয় অবেলার ঘরে
গন্ধগোকুল সৌরভে শিশুর কান্না থেমে গেলে
পোষে রাখা আগুনে ইট পুড়ে সশব্দে
শব্দহীন জলে নিভে যায় ক্রোধ, জলাঞ্জলি।

নাম না জানা অপরাধের দায়
যাবজ্জীবন দণ্ডিত মন বনে
কয়েদি বেশে বিভক্ত সমাস,
সংক্ষেপিত জীবনের সময় গুনে।

স্বরচিত কবিতায় অশব্দের জোয়ারে
জ্যৈষ্ঠ সময় নতশিরে কস্তূরী মৃগ খোঁজে,
সর্বহারা, পথভোলা কবি পাখির ঠোঁটে শুনে
শব্দের নির্দোষ অপভ্রংশ।

শাশ্বত নিয়মে সমর সজ্জার সৈনিক সেজে
লেফট-রাইট্ ভঙ্গির বিহুগলে শব্দহারা পঙক্তি
মুখে তুলে নেয়, তৃণ গালিচার সংকল্প,
সম্মুখে দৃঢ়লয়ে চলে শব্দাভিমান।

স্টেশনে স্টেশনে রেলপথ ধরে আলপথ
আলপথ ধরে ঘোড়-দৌড় মহানন্দে,
মহানন্দার পাড় ধরে কবি পৌঁছে যাবে
শব্দহীন শব্দের মায়াজাল ছিঁড়ে মুক্তি পাবে
আরেকটি অবিন্যস্ত কবিতার।

                               (১৪ই জুন, ২০১৯)