লাল আলোতে ভেবেছিলাম তুমি
আসবে স্রোত-বিস্মৃত ধারায়,
জীবন শাঁখের জলছবি আঁকা
বিশুদ্ধতা নির্বাণে হারায়।


হারানোর ভয় আগেই ছিলো বেশ
ভীড় করে সব কৃতজ্ঞতার রোদ,
রাত পোহানো কদম গাছের ডালে
বৃষ্টিস্নাত ভোরের অনুরোধ।


স্বপ্ন যেমন গত রাতের দ্রোহ
চারণ করে সর্বহারা কথা,
আসবে তুমি চন্দ্রক রথ বেয়ে
অশ্রু শীতল ঊর্ধ্বগামী ব্যথা।


আলোক দীপ্ত সন্ধ্যা নামার ক্ষণে
শঙ্খ-নাদে মঙ্গলময় ধ্বনি,
প্রিয় তুমি শুনেছ কি তা?
যেমন আমি প্রতিদিনই শুনি।
                
              (০৮ই অক্টোবর, ২০১৯)