জন্ম থেকেই কষ্ট শুরু
জঠর থেকেই যন্ত্রনা
বাহির হতেই কষ্ট দিলাম
কষ্ট পেতেই বাইরে এলাম
পেলাম শুধু বঞ্চনা
কষ্ট পেতেই জীবন যাপন
পর পরই থাকে, হয় না আপন
কষ্টে জীবন, কষ্টে মরন
কষ্ট কথা, কষ্ট স্মরন –
কষ্টে-শৃষ্টে চলবে জীবন
স্বপ্নে শুধু সুখের বপন
ক্ষন্সথায়ী সুখের তরে
জীবন শুধু কষ্টে ভরে
একদিনতো যেতেই হবে
যত কষ্ট সবই সবে।