মাঝ নদীতে দিশাহারা
দুকুল ডাকে, নোঙরের ডাক-
নদীর চরে, বনবিথী সীমাহারা
বলছে তারা, দিচ্ছে যে ডাক
যাসনে কোথাও, একটুকু থাক
জীবন নদীর পারাবারে
চলতে হবে, থামতে মানা
পাল ভাঙতে পারে প্রবল ঝড়ে
ডুবতে পারে নাও
তবু ভাসাতে এই তরীখানা
বৈঠাটা ভাই বাঁও।