নদী সতত প্রবহমান –
নদীর যে জলে অবগাহন
আমার, সে বহে যায়
প্রতিক্ষন পরিবর্ত্তিত হয়
প্রতিদিন, প্রতিক্ষণ
প্রতিঋতু, ভিন্ন রূপ-
প্রতিদিন নতুন অবগাহন
প্রতিক্ষণ তুমি অপরূপ।


তোমার প্রতিবিম্ব ধরে রাখি
উড়ে যায় মোর হৃদ-পাখি
সতত তোমারই দিকে
হৃদয়ে তোমারই ছবি এঁকে।


সূর্যোদয় থেকে সূর্যাস্ত
মোর আখি থাকে ব্যস্ত,
ভিন্ন সময়, ভিন্ন রূপ
তুমি সদা থাকো অপরূপ।