বাংলা আমার মায়ের আদর
বাংলা আমার প্রাণ
বাংলা আমার বুকের ভেতর
ধলেশ্বরীর গান।


বাংলা মানের অবন ঠাকুর
ভাটিয়ালীর সুর
বাংলা মানের পায়ের তলায়
নীলচে সমুদ্দুর।


বাংলা আমার জীবন যাপন
বাংলা আমার বুক
বাংলা আমার মেঘলা আকাশ
বাংলা আমার সুখ।


বাংলা মানেই সবুজ ধানের
আকাশ ছোঁওয়া মাঠ
বাংলা মানেই মনের কোনায়
বইছে সহজ পাঠ।


বাংলা আমার হাতের লেখায়
বাংলা আমার নেশা
বাংলা আমার কবির খাতায়
বাংলা আমার পেশা।


বাংলা মানেই ভোরের আজান
দুপুর রোদের তাপ
বাংলা মানেই তুলসী তলায়
মায়ের হাতের ছাপ।


বাংলা আমার বাউল ফকির
বাংলা আমার মাটি
বাংলা আমার লালনের সুরে
উদ্দাম পরিপাটি।


বাংলা আমার মায়ের বুকের
হাসি কান্নার পালা
বাংলা আমার বাবার ভিটের
প্রাচীন শব্দমালা।


বাংলা মানেই শরত বাবুর
খাঁড়িতে জাল পাতা
বাংলা মানেই অন্নদা’দি
প্রেমের ইতি কথা।


বাংলা মানেই পাল্কির গান
কোন এক গাঁয়ের বধূ
বাংলা মানেই চাঁ সদাগর
সাগরদাঁড়ির মধু।


বাংলা আমার রাষ্ট্রসঙ্ঘে, বাংলা ভুবন ভরা
বাংলা আমার বাংলা তোমার বাংলা হৃদয় হরা।