ভালবাসা মানে মনেতে আরেক মন
ভালোলাগা মানে নীরবে কতকি বলা;
ভালোদিন মানে কুয়াশায় মাখা রোদ
ভালোরাত মানে তারাদের কথা বলা।


ভালবাসা মানে চুপি চুপি অভিমান -
ভালোলাগা মানে হৃদয়ে হৃদয় ছোঁয়া;
ভালোকথা মানে   আপন কথার ভীড়
ভালোথাকা মানে চুপ করে বোঝা বওয়া।


ভালবাসা মানে রঙিন খামেতে লেখা
ভালোলাগা মানে শুধু চোখে চোখে কথা;
ভালোবাঁচা মানে বাজার ভর্তি থলে –
ভালোমরা মানে হঠাৎ ই নীরবতা।


ভালবাসা মানে নতুন রাতের ভোর -
ভালোলাগা মানে অল্পেই খুনসুটি,
ভালোকাজ মানে সবার’ই মন রাখা;
ভালোকিছু মানে স্বপ্নের ভুটভুটি।


ভালবাসা মানে ফাগুনের যত হাওয়া -
ভালোলাগা মানে মেঘ – বৃষ্টির দিন ;
ভালবাসা মানে বৃষ্টিতে ধোয়া পাতা -
ভালোলাগা মানে বুকেতেই চিনচিন।
ভালবাসা মানে আকাশেতে সোনা রোদ –
ভালোলাগা মানে ফুলের গন্ধে ভরা;
ভালবাসা মানে বিকেলে ভোরের ফুল-
ভালোলাগা মানে ব্যথায় জীবন ঘেরা।।