নন্দিন তুমি
আবার এসো গো ফিরে।
খুব প্রয়োজন
আজকে তোমার
তুলতেই হবে
সেই ঝংকার
মহা ভারতের তীরে।
আবার এসো গো ফিরে।


উদ্ধত আজ
জাফরানী ফুল
প্রেমহীন দেশ
আবেশ আকুল
বাণিজ্য শুধু
করে চুলবুল
ফেলে তার গাঢ় ছায়া -


যক্ষের দলে
অগুন্তি মুখ
মানুষ নাম্নী
যত বুজরুক
সংখ্যাই শুধু:
হচ্ছে তুরুপ
উড্ডীন চাওয়া পাওয়া।


নন্দিন তুমি আর কত দূরে
তোমার স্বরের
সুর-ঝংকারে
বাজাও শঙ্খ
যত জোরে পারো
নন্দিন তুমি এসো দ্রুত আরো।


না-মানুষ আজ
সব জায়গায়
বিজ্ঞাপনের
আলোয় ছায়ায়-
চতুরতা আজ
বর্ণ ছড়ায়
সকলের আশে পাশে।


এসো নন্দিন
দু-বাহু ছড়ায়ে
অমোঘ তোমার
সঙ্গ জড়ায়ে
ছুঁড়ে দাও সব দূরে।
আনো আরো আলো
আনো আরো প্রাণ
তাড়াও তাড়াও
যত ব্যবধান
সব রঙ আনো আবার ফিরায়ে
আমাদের চার পাশে।
দুর্বল হাতে
আমরা ছড়াব সাদা খই উল্লাসে।।