কবে যেন ফুটেছিল মনের কুসুম
মনে মনে কথা বলা, স্বপ্নেতে তুমি-
আকাশ সবুজ ছিল, মাঠ ঘাট নীল
চারদিকে রামধনু, দূরে বনভূমি।


ঈশারায় কত কথা ছিল মনে মনে
ছটফটে চোখে ছিল ফাগুনের আলো
হৃদয় ভর্তি ছিল আকন্ঠ প্রেমে
ভাবতাম কবে তুমি এ আগুন জ্বালো।


কচি পাতা ভরে যেত আমলকী ডালে
অথবা শিউলি ফুলে উঠোনের মেঝে
আবেশ ছড়িয়ে দিয়ে মাধবীলতা
গোধূলিতে লাল হয়ে উঠতোই সেজে।


প্রাণের সে আকুলতা জ্বালা হয়ে ফুটে
হতাশার আশ্লেষে উড়ে যেত রাতে
তোমার সে পথ চলা ফুল হয়ে ফুটে
ঘন মেঘে ডাক দিয়ে যেত যেন সাথে।


ঝলমলে চোখে মুখে প্রোজ্জ্বল দ্যুতি
পথে যেতে অগোচরে লজ্জিত চাওয়া
বাঁকা চোখ খেলা করে অযুত দ্বিধায়
ঠোঁট-কোনে আচমকা ফাল্গুনী হাওয়া।


তারপর সারাদিন মনে ওড়া-উড়ি
অকারণ দেয়ালা’য় কাঙ্খিত সুর
বুকের সে কোনখানে কাঙ্খিত ঢেউ
স্বপ্নের আঙিনায় উদাস দুপুর।