এত অবেলায় কেন দেখা দিলে,
যখন কনে দেখা আলোও আর নেই
পশ্চিমের ঢালু দিগন্তে।
পাখিরা তো সব কোলাহল থামিয়ে ফিরে গেছে
যে যার ঘরে।
এখন তাদের ছোট্ট ঘরগুলোও
রাতের তোড়জোড়ে খুব ব্যস্ত।
অস্থির আকাশে কোন রঙ দিয়ে
মুড়বে,
তারি চিন্তায় ব্যাকুল মহাকাশের কান্ডারি।
এই সময়টুকু কি রঙে রাঙাই তোমায় ?
হলুদ, লালচে কমলা না কি গেরুয়ায়।
কিন্তু,  মন যে সবুজ চায়।
বনানীঘেরা যে সবুজ
ছেয়ে আছে সেই লবটুলিয়ায়।
বা ক্ষীরপাই নদীর দুপারে।


@গৌতম দত্ত
১৯/০৫/২০১৫