আমি তোমার মন খারাপের মেঘলা দুপুর
আমি তোমার মন ভরানোর দমকা হাওয়া
আমি তোমার মন ভাবনার সবুজ জোনাক
আমি তোমার মন কাঁপানো দামাল চাওয়া।


আমি তোমার শীতের রাতের লেপমুড়ি ওম
আমি তোমার দুপুর বেলার বইয়ের পাতা
আমি তোমার ঘোর বরষার দামাল পাগল।
আমি তোমার গরম কালের রঙিন ছাতা।


আমি তোমার বুকের ভেতর গুমোট গরম
আমি তোমার চোখের কোনের একটি ফোঁটা
আমি তোমার কপাল টিপের লালচে বরন
আমি তোমার ঠোঁট রাঙানোর ফুলের বোঁটা।


আমি তোমার ঘর জ্বালানোর টুকরো আগুন
আমি তোমার চলার পথের পাগল মাতাল
আমি তোমার হঠাৎ পাওয়া জীবন মরণ
আমি তোমার রোজের পূজোর বোধন অকাল।


আমি তোমার মন কাঁপানোর দরাজ খেয়াল
আমি তোমার মন খারাপের রাতের আকাশ
আমি তোমার মন ভরানোর আসমানি রঙ
আমি তোমার মন হারানোর দখিন বাতাস।


আমি তোমার একগুছি চুল হাওয়ায় কাঁপা
আমি তোমার হাতের চুড়ীর রিনরিনে সুর
আমি তোমার অবাক মনের গভীর পাতাল
আমিই তোমার সারা জীবন শান্ত পুকুর।।


@ গৌতম দত্ত
২৬/০৫/২০১৫