কিছু কিছু কথা,
হোক নীরবতা।


কিছু কিছু মায়া,
ধরে শুধু ছায়া।


চুপি চুপি প্রেম,
বুঝি হারালেম।


মনে মনে আশা,
হারালো যে ভাষা।


শুধু কথা বলা,
মিছে পথ চলা।


যদি চোখে চোখ,
ভুলে ভরা হোক।


মনে শুধু ভাব,
নয় অনুরাগ।


গানে গানে সুর,
যাকনা সুদূর।


আকাশের নীল,
নয় ঝিলমিল।


আজকের আশা,
দিল না'কো ভাষা।


সব কিছু ছন্দ,
হয়তো বা অন্ধ।


বাকি সব কিছু,
যাক পিছু পিছু।


@গৌতম দত্ত
৪/৩/২০১৫