বর্ষা বিকেলে স্পর্শ সেকেলে সন্ধ্যা ঘনায় আগে ,
কালো চারিধার বোধহয় আধার শীতল ধরার সোহাগে।
তপ্ত গ্রীষ্ম করেছে ভস্ম শস্য শ্যামল ধারা ,
বর্ষা এসে দিনের শেষে করল পাগলপারা।
মাটির গন্ধে সুরের ছন্দে ঝরে ঝরে পড়ে বৃষ্টি ,
বদলায় সব নাহি করে রব প্রকৃতির অনাসৃষ্টি।
দিকে দিকে আজ ফসলের সাজ চোখ ভরে যায় দেখে !
বিতরণ করে চাষি ঘরে ঘরে ফসল দেয়না রেখে ।
তিক্ত মনে সম্বরণে কিছু বোঝাতে চায়-
ঘন ঘন ধারা এ জীবন সারা গগন ফিরে তাকায়।
দমকা হাওয়ায় মনে পড়ে যায় ফেলে আসা বহু স্মৃতি !!
থমথমে কেন মনে হয় যেন প্রকৃতির এই রীতি ।
হাটুজল জমে তবুও আরামে সবাই যেন বাঁচে;
পেয়ে নব সুর রঙিন ময়ূর পেখম তুলে নাচে।
বিদ্যুৎ সাজ নিয়ে আসে বাজ চারদিক ভয়ে কাঁপে,
জীবেরা মলিন স্পন্দনহীন প্রকৃতির অভিশাপে॥