নির্লজ্জ ওরে বেহায়া বুড়ি
আমার বাড়ি ছাইড়া দে,
সকাল বেলা পান্তা পাই না
দেখাস সিংগাপুরের স্বপ্ন যে-


কুকুর যতই হিংস্র হোক
বুঝে ওরা আপন পর,
হায়নার মত রক্ত চুষিস
বর্গা দিতে আপন ঘর!


শুকর যতই হোক না হারাম
জান বাঁচাতেও খাইতে হয়,
তারচেও কদর্যতা
তোমার হাতে গন্ধ কয়!


শকুন পাইলে মরা লাশ
চিৎকার করে জয়োল্লাস,
নরম হাতে তেমন বাঁশ
পাল্টে দিবে ইতিহাস!


এক আছাড়ে মুক্তোদানা
ঝরে পড়বে মাটিতে,
চিৎকার করেও কুকুরগুলোর
খোঁজ পাবেনা ঘাঁটিতে!!