ইট পাথরের এই নগরে
আমি থাকি বাবা,
মরুর বুকে রেখে আমায়
এমনি চলে যাবা?


সন্ধে বেলা সূর্য ডুবে
পৃথিবী যায় ঘুমে,
বসে থাকি প্রহর গুনি
তোমার চিবুক চুমে।


উতলা আমি পাগল হয়ে
ঘুরি তোমার শোকে,
মরুর বুকের ধুলো বালু
ঢুকছে চোখে-মুখে।


সবাই বলে চব্বিশ ঘন্টায়
একটা দিন ই হয়,
বাবাহীন ঘন্টা আমার
হাজার বছর হয়।