কখনো চাইনি মুক্ত করে দিতে
শুধু চেয়েছিলাম আঁকড়ে ধরে রাখতে..

ধরে রাখতে চাওয়াটাই বোধয় ভুল ছিলো,
নাহলে হয়তো আজও আমারই থাকতে..।