নেতার মুখে হাসি ফোটে, উপচে-পড়া বানে;
নিজের ভাগ গুছায় ঠিকি, সরকারি ঐ ত্রাণে!


দালান-সাঁকোয় নতুনত্ব, লোহার বদল বাঁশ;
তুই তো ব্যাটা আম-জনতা, বললে সর্বনাশ!


আমার অফিস দুর্নীতিহীন- খুব যে নজর কাড়ে;
দুর্নীতিটা বন্ধ ঠিকি , শুক্র-শনি বারে!


ইস্যুর পরে ইস্যু আসে, পুরান পড়ে ঢাকা;
কল্লা-কাটার গুজব ঢাকে, প্রিয়া-ট্রাম্প ধামাকা!


ভূমিকম্পেও সরকার পায়, বিরোধীদের দোষ;
বিরোধী কয়- কত লাশে, হবে তাদের হুশ!


দুদক কারো ছাড়ে নাতো,হোক সে রাজার পুত;
আমরা তো ভাই কইতে না'রি— সর্ষে মাঝেই ভূত!


আইন বিচারে তুষ্ট দেখাই, ভানেই আছি বেশ;
ভেতর ভেতর ঠন-ঠনা-ঠন, হীরক রাজার দেশ!


দেশ হাঁটছে সত্যি কথা,দুল-দুলুনি চালে;
দু'কদম তার পিছনে যায়, এক কদম আগালে!


আজব দেশে পড়েছি ভাই,আজব-গজব রীতি;
মন-মননে ভ্রষ্ট সবাই ,কিতাব-ভরা নীতি!


26/07/2019