চাইনা তোর সাথে দেখা হোক!
যেখানে আছিস,যেভাবেই আছিস-
ভালো থাকিস, সুখে রাখিস।
তোর সূখে বাগড়া দিতে, ঈর্ষা পেতে চাইনা।
কারন? কারন, তোর কাছে আমি কিছুই চাইনা।


তারপরও গোল এ গোলকে যদি দেখা হয়!
চোখের কোনে পানি খুঁজিস না, পাবি না।
আমার অশ্রুতে তোর করুণা-দ্রেক হোক, চাইনা।
ভুলেও বলিস না," মাফ করে দিও।"
তোর করুণা, তোর এ্যপোলজি- কিছুই আমার চাইনা।


তারপরও যদি ও চোখে চোখ পড়ে যায়!
কি ভাবছিস? আবারো চোরাবালিতে হারাব?
না, ধোঁকা-চোখের লিখাগুলো আর পড়তে চাইনা
শেষ প্রশ্নটার উত্তরটাও আর চাইনা।
তোর ধোঁকা, তোর সান্ত্বনা কিছুই আমার চাইনা।


কেঁদেছি অনেক, আজ খুব ক্লান্ত
হাজারো প্রশ্নেরা উত্তর দিয়েছে-
"যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবে একলা চল, একলা চল, একলা চল রে।"
একলা পথে নিরুদ্দেশে, তোর সঙ্গ আমি চাইনা।


(২৩/০৪/২০১৯ )