তোমার সুখের মাহফিলে আমি যদি হই অনাকাঙ্ক্ষিত,
সিন্দুকে রাখা স্মৃতির অবগাহনে শান্ত হব।
প্রতিশোধস্পৃহা জাগাবো না ভূল করেও;
আত্নদহনে প্রজ্জ্বলিত আলো বিলাবো তোমার আসরে, মিলিয়ে নিও!


ইচ্ছে করে হারিয়ে যাও যদি কোনো কুক্ষণে,
তোমার আঁচলে মেখে দিব জীবনের বাদবাকি যৌবন।
তোমার অলক্ষ্যে তোমার পদচিহ্নে নিব স্পর্শ;
কেউ আসছে মনে করে ব্যর্থ মনোরথে তাকাবে হঠাৎ হঠাৎ, মিলিয়ে নিও।


একসাথে শুরু হওয়া পথ যদি দু'দিকে বেঁকে যায় কভূ,
পথের শেষে ক্লান্ত অবসন্ন তোমার মাথা রাখার কাঁধ লাগে যদি,
তবে ফেরত এসো....
তোমায় বরণ করতে অভিমানের মালা গেথে ঠায় রবো, মিলিয়ে নিও!


তোমার হৃদরাজ্যে আমার নির্বাসন ফরমান জারি হয় যদি কোনদিন,
ছদ্মবেশে, বেনামে, শত-ছিন্ন হৃদয় নিয়ে
অর্ধমৃত পড়ে থাকব তোমার মহলের সিংহদ্বারে;
ডান হাতে থাকবে খুব কষ্টে ম্লান একটা শুষ্ক সাদা গোলাপ,মিলিয়ে নিও!


26/02/2020