মাঝরাতে রোজ পাশের বালিশ
ঘুম ভাঙে বোবা হাঁকে
বলে,"তোর ফুল ফুটল কেন
অন্য কোন শাখে?"


সুযোগ কোথা,নিজের ব্যাথা
উগলে দিব জলে!
নদীটারও ঠিক একই সাওয়াল
"একলা কেন হলে?"


আনমনে ঐ আকাশ পানে
কেমনে বিলাপ ছাড়ি?
সেও পুছে "একলা এ পথ-
পারবি দিতে পাড়ি?"


সব সাওয়ালের জওয়াব কি আর
চাইলেই যায় দেয়া?
কেমনে বলি, মন-মাঝিটাই
ছেদ করেছে খেয়া।


একলা পথে ফুল হারিয়েও
গরল-নীলে হাসি।
তোর বিরহও আপন আপন
সেটাও ভালবাসি।