আমি যারে ভালবাসি, সে আমারে বাসেনা;
আমায় দেখে মন কভূ তার,স্বপ্ন ভেলায় ভাসেনা।
দেখব বলে, নানান ছলে- আসি বারে বারে;
একটা বারও দেখল না সে, আড় চোখেতেও নারে!


আমি যারে ভালবাসি,সে আমারে বাসেনা;
আমার সনে তার বাগানে ,একটা ও ফুল হাসেনা।
চুপটি করে, পরান ভরে -দুচোখ পানে চাই;
দেখি সেথা নিখোঁজ আমি , ছিটেফোঁটাও নাই।


আমি যারে ভালবাসি,সে আমারে বাসেনা;
আমার তরে,ঠোঁটের পরে -এক কলি গান আসেনা।
আমার মাঝে,সকাল সাঁঝে- আঁকি তারি ছবি;
কাব্যে তারে ঠাই দিয়েছি,নিংড়ে দিয়ে সবি।


আমি যারে ভালবাসি,সে আমারে বাসেনা;
এত্ত প্রিয়! হেলা নিয়েও - ঘেন্না তবু আসেনা।
ভালবেসে কি পেয়েছি, যোগ-বিয়োগের বেলা?
প্রেমের দামে কম কিরে ভাই, পরীর অবহেলা।