তোমারও কি আঙুল ভাঁজে শূন্য করে বাস;
হঠাৎ করে আমায় খোঁজো তোমার চারিপাশ?
মন আকাশ কি খাঁ খাঁ করে আমায় খুব ভেবে?
মেঘ-পিয়নে বার্তা দিও—
'তোমার আছি জেনে নিও';
আসব হেথা বাসতে ভাল, অঝর হয়ে নেবে!


পড়ার ছলে নামটা আমার লিখে আবার কাটো;
মোবাইল ফোনে বারবার কি মেসেজগুলো ঘাটো?
আজো কি মান-অভিমান ডায়েরী ভাঁজে থাকে?
আমার নামে দমকা হাওয়া
নিত্য যদি আসা-যাওয়া;
মুছে দেয়া নয়তো সোজা, আঁকলে মনে যাকে!


এখনো কী ঘুমের ঘোরে আমার ডাক শুনো;
দুঃখবোধে রাত-আকাশের হাজার তারা গুনো?
দম আটকে বিবশ কি হও পুরান স্মৃতির ভারে?
অহম্-টারে ঠেলে দুরে
পুরোনো গান নুতন সুরে;
ভালবেসে বাঁধো না সই, মনো-বীণার তারে!


14/10/2019