হৃদটা আদৌ হয় যদি মোর,
কেন তোমায় থাকে বিভোর?
তোমার স্মৃতি মনে হলেই খুব ধড়ফড় করে!


এচোখ জোড়া আমার হলে,
কেমনে ভাসাও লোনা জলে?
তোমার দেয়া নষ্ট সময় অশ্রু হয়ে ঝরে!


কানে বাঁজে হারানো সুর,
প্রাণসখা দূর বহুদূর!
চাঁদটা আমার কক্ষ হতে যাচ্ছে দূরে সরে!


তোমার স্পর্শ আঙুল ভাঁজে,
খুঁজে ফিরি মেলে না যে!
ঐ হাতে হাত রাখবে বলে হাপিত্যেশ করে!


দেহ-খাঁচা আমার সে কি,
অনুভবে তোমায় দেখি!
দেখতে যদি তুমি-হীনা কেউ নাই এ শহরে!


সবটা জুড়ে তোমার বলয়,
হাহাকারের চলছে প্রলয়!
আবার এসে নিতে যদি শুধু তোমার করে!


১৬/১০/২০১৯