হাত দুটোকে চার করে চল
বসি নদীর কূলে
দেখে মোদের হিংসুটে মীন
যাবে খাবি তুলে।


সেটা নাহোক, চল না তবে
ডিমপাহাড়ে উঠি
সীমার মাঝে অসীম ছোঁব
সকল বাঁধন টুটি।


নাকি যাবি, একটু দুরে
ঝরণা নাফাখুম?
পা ভিজিয়ে দুটি পাখি
করব বাকুম-কুম।


কুরুকপাতাও যেতে পারিস
আমি হব মাঝি।
প্রেমের পালে হাওয়া দিব
থাকিস বধূ সাজি।


চুপ করে আর থাকিস নারে
বলে যা এ বেলা।
ক্রুসোর দ্বীপেও যেতে রাজি
নিস যদি একেলা!


এত এত সুন্দরে তুই
চুপটি কেন, বল?
ভালটা কি বাসিস আদৌ
নাকি সবই ছল?


(১৯/০৪/২০১৯ )