নদীর ধারা যখন এঁকেবেকে,হেলেদুলে
কূল-হারা দরিয়ায় মিশে যাবার কথা ভাবছে,
হ্যাঁ , তখন আমি তোমাকেই ভাবছি।


সংগীহারা রাজ-হংসটা যখন খুব বিরহে
আত্নহননের দিকে যখন এক পা এক পা এগোচ্ছে
ঠিক তখনও ,আমার তোমাকেই মনে পড়ছে।


কাব্য হারিয়ে যখন নিঃসঙ্গ কবি
কলম কামড়ে, রাগে-ক্ষোভে মাথার চুল ছিঁড়ছে।
আমার ভাবনায় তখনও তুমি, শুধুই তুমি।


দুষ্টু প্রেমিক যখন বইয়ের ভাঁজে লুকানো
ছবিটায় উষ্ণ চুমু খাচ্ছে,
আমি তখন একটুকু উষ্ণতার আশায় তোমাকেই ভাবছি।


ফাঁদে আটকে পড়া তোতার লাল ঠোঁট দেখেও
তোতানির জন্য মায়া হয়নি একটুও
তখনও যে আমার মায়া,ভাবনা সব তোমাতেই।


পঙ্গু-হাসপাতালের বেডে শুয়ে ভাঙা পা দেখে দেখে
চঞ্চল তরুণটা যখন দৌড়ানোর স্বপ্ন দেখছে
তখনও আমার স্বপ্ন তোমাকেই ঘিরেছে।


ব্যস্ততায় ভাবছি, অবসরেও ভাবছি।
ভাবনায় ভাবছি, ভাবছি না ভাবার ভান করেও ।
হাজারের ভীড়ে নিঃসঙ্গ হয়ে ভাবছি।
"ভাবব না আর, ভূলে যাব",বলে বলে ভাবছি
শুধু ভাবছি,ভাবছি আর তোমাকেই ভাবছি।


২৪/০৪/২০১৯