তোমাকে শোনাতে একটা গান বেধেছি;
তানপুরাটা আজ বাজিয়ে নিয়েছি!
তুমি আসবে,আমার সামনে মাদুর পেতে বসবে,
চোখ বুজে আমার গানে হারিয়ে যাবে,
আমি তোমাকে আলতো করে ডেকে বলব—
এই,ঘুমিয়ে গেলে নাকি?
কিন্তু, অপেক্ষায় থেকে থেকে তানপুরা বোবা হয়ে গেছে,
তাও, তুমি এলে না।


শিমুল-তলীর মেলা থেকে কিনে আনা ময়নার কথা মনে আছে?
কত বিকেলে মাঠে যাইনি, ময়নাটার মুখে তোমার নাম শুনব বলে
বন্ধুরা বলতো ঘরকুনো, হাফ-লেডিস—
বলুক,উপেক্ষা করেছি।
একদিন ময়নাটাও খাওয়ানো কলার প্রতিদান দিল
নাকি কন্ঠে ভেসে উঠেছিল—"পরী, ও পরী, ভালবাসি!"
সেই থেকেই তোমাকে শুনাবো বলে অপেক্ষায় আছি
কিন্তু, ময়নাটা একই আওয়াজ তুলে তুলে আজ খুব ক্লান্ত
তাও, তুমি এলে না।


এখন শুধুই অপেক্ষা!
অপেক্ষায় থেকে থেকে আজ—
মধ্যদুপুর দাড়িয়ে থেকে সন্ধ্যে হলো,
সাগরের ঢেউ যৌবন হারালো,
একটা সুর্য পুরোনো হলো,
চাঁদের জোছনা গ্রহণে ঢাকলো,
যুই চামেলি ভ্রমর হারালো,
অভিমান জমে হিমালয় হলো,
সুখগুলো মোর বানভাসি হলো,
তাও অপেক্ষায় বিরাম এলো না
তোমার আসা হলো না— তুমি এলে না।
২১.০১.২০২০