বিষাদ-কূজন ছু্ঁ'লে ফাগুন,
জেনো, নীরে জ্বলছে আগুন;
ওই আগুনে বে-আঁচ থেকে আলোটুকুই মেখো।
সময়-ডালে শুকনো পাতা,
ভুল অংকে ভর্তি খাতা;
সমীকরণ সব মিলিয়ে নিয়ে,অনেক ভালো থেকো।


চিঠিগুলো সব পুড়িয়ে ফেলো,
উড়িয়ে দিও স্মৃতির তুলো;
নতুন তুলিতে প্রিয়া তোমার নতুন স্বপ্ন এঁকো।
আমার গাঁয়ে মহামারি,
ধীর আঁধারের সমন জারি;
নতুন শহর, নতুন আলোয় অনেক ভালো থেকো।


ভুলতে গিয়ে স্বপ্ন দেখা,
স্মৃতির কালি গায়ে-মাখা;
তোমায় নিয়ে হারিয়ে যাব-- একটু খবর রেখো।
অর্ঘ্য নিলে অবহেলে,
দহন দিলে বুকে ঢেলে;
নতুন ঠিকানায় নতুনভাবে ভালবাসতে শেখো।


২৮/০৩/২০২০