প্রশান্তি তারিই-- যে জন অল্পেতে হয় সুখী,
যে অনেক পেয়ে ও পেট ভরে না সেইতো বড় দুঃখী
মনের প্রাঞ্জলতায় যে জন অল্পে সুন্দর সমাবেশে
সেইতো পায় পূর্ণ বাদশাহী, প্রশান্তির মহা দেশে।


যার হৃদয় হয় উৎসর্গকৃত, একটি ক্ষুদ্র ঘরে-!
দয়ার উদ্রেক যার সমাবেশ হৃদয়ও অন্তরে।
শুভ্র মনন সন্নিবেশিত, যে আপনাতে  ফিরে চায়
অনেক অভাব অভিযোগে ও অল্পেতে খুশি হয়।


শুধু অল্প না অল্প, যে জন ধৈর্যের সিঁড়ি বেয়ে
প্রকৃত মানবিক মুক তাহার দিগন্ত আকাশ ছেয়ে।
অল্পে তুষ্ট তা ভক্তের প্রাণ, মহাদিগন্ত পথ,
অঙ্কিত করে এরাই সুন্দর আগামীর ভবিষ্যৎ।