চারিদিক মেঘে ঢাকা ঝিরিঝিরি বৃষ্টি
             প্রকৃতির অপার এক মাধুর্যময় সৃষ্টি
কখনো ঘন কালো মেঘ ঐ দেখো ভাসে
           বর্ষার আকাশটা ঘুরে ফিরে মেঘ আসে


কখনো বাতাসে বিদ্যুৎ মাঝে মাঝে চমকায়
              রাস্তার মাঝে কখনো পথিক থমকায়
নদী নালা ভরে যায় সেই বৃষ্টির জলে
          চারিদিকে জল থৈই থৈই জলের কোলাহলে


কত পথিক ভিজে যায় কারো মাথায় ছাতা
         ঝর ঝর পড়ে বৃষ্টি নড়ে গাছের লতাপাতা
কত পাখি আকাশে ভিজে তবুও সে চলে
           বৃষ্টির ধারাতে নদী নালার মাটি গলে