মেলে দিব দুই ডানা, ভাবনার আকাশে
ভেসে চলে যাব মিশে,ঐ সুদূর বাতাসে

কুড়াতে মানিক মতি, শুদ্ধতার অঙ্গীকার
মিথ্যা পাষাণ যত, ভেঙে করি চুরমার।

শুধু আপন স্বার্থ দেখি, এ জীবন বড় ভুল
ভাবনার আকাশে ফোটাবো রঙিন গোলাপ ফুল।

প্রসন্ন চিত্তমাঝে, করিতে সুন্দরের অভিযান
ভাবনার আকাশ বেয়ে "না", বিবেক বলিদান

মহিম মানুষের ঠাঁই, পেতে মানুষের ভালোবাসা
ভাবনার আকাশ বেয়ে মনকে করিয়া খাসা।

হোক কণ্টকাকীর্ণ পথ, দুঃখ বিরহ যত
শুদ্ধ ভাবনার আকাশে থাকিবো অবিরত,

প্রদীপ জ্বালিয়ে চিত্তে , সুবাসিত মম সুর
ভাবনা আকাশ বেয়ে, পথ চলিবো যে বহুদূর।

এ পৃথিবীর মায়া জ্বালে, ভাবনা কোরিয়া শুদ্ধ
মনকে করিয়া জয়, জীবনের জয় ও  যুদ্ধ।