চল মন হৃদয় দুয়ার খুলে
    সমস্ত হিংসা বিবাদ ভুলে
চল মন হৃদয় দুয়ার খুলে

        থাকি চল সকল মানুষের পাশে
নীল আকাশে পূর্ণিমার চাঁদ হাঁসে
          ভালোবাসার মিশে যাক বাতাসে।

চল মন হৃদয় দুয়ার খুলে,
     খুশবু ছড়াক সব ফুলে ফুলে
জীবনের নদীর দুইটি  কুলে

পবিত্র সফেদ মনের গতি
    তাহাতেই পাইবি হীরামতি
তবে দেখ পাইবে হৃদয় জ্যোতি

জীবনটা ছোট্ট সময়ের জন্য
    তাহাকে করতে হবে ধন্য
এ পৃথিবীর  ঐশ্বর্য  সবইতো 0

যতদিন এ পৃথিবীতে তরে
     জ্বালোনা হৃদয় প্রদীপ ঘরে
তব প্রশান্তি পাবে তুমি পরে,