ছিলাম কোথায় এলাম কোথায় জান কি ঐ সুর
চলো তবু ঘুরে আসি পথ হয়তো বড় বহুদূর.!
অনেক গ্রহ নক্ষত্র সৃষ্টি অগণন পৃথিবী একটি দেশ
এখানেই প্রাঞ্জল লীলাভূমি দেখো বিচিত্র সমাবেশ


সৃষ্টির দুরন্ত বৈচিত্র্য কত থর থরে শিল্প আঁকা
মানুষ মেলেছে জ্ঞানের বিচরণ ওই সুন্দর পাখা
কত সৃষ্টির জাদু আঁকা অনন্ত দিগন্ত পথে পথে
চলনা তবে ঘুরে আসি  ভালোবাসার মহব্বতে


অনেকেই মোরা প্রদক্ষিণ করি এ জীবনের জন্য
বিবেক চেতনায় না ঘুরে আসি তবে কি হব ধন্য?


অনেক ঘোরা হলো কিন্তু প্রকৃত জীবনীই বাকি
চলনা তবে ঘুরে আসি আর নয় জীবনকে ফাঁকি
যেখানে জীবন প্রকৃত মানুষ স্রষ্টাকে খুঁজে পাই
আয়রে আয় ঘুরে আসি, ওই ফুলের বাগিচায়


যেখানে জীবন আপনাকে চিনতে পারার ডাকে
যেখানে জীবন মনুষ্যত্বকে পায় জ্ঞানের মৌচাকে
অনেকে সম্পদ কি হবে ? প্রকৃত সম্পদই না রয়
চলনা তবে ঘুরে আসি প্রকৃত সম্পদের মোহনায়


এ পৃথিবী একটি মায়া বন্ধন ছলনার ক্ষেত্রভূমি
তারে কখনো আপন ভেবোনা ওগো প্রিয়া তুমি
জীবনের মাঝেই জীবন ঘুরে চিনো সে আপনাকে
চলনা তবে ঘুরে আসি  বন্ধু ঐ মোহনার বাঁকে


মিথ্যা প্রবনঞ্চায় প্রকৃত জীবন কে চেনা যায় না
যতক্ষণ না মনের প্রদীপ পরিষ্কার না হয় আয়না
তাই সুন্দর যেথা চির প্রদীপ্ত সেথায় ঘুরে আসি
যেখানে বাজে আত্মা পরমাত্মার ওই মোহন বাঁশি