চলো নতুনের সন্ধানে, নব সঞ্চারে,
         সাজাবো এই পৃথিবী নব অলংকারে।
প্রতিটি শিশু পাই যেন, পবিত্রতম বাতাস,
     চলো মোরা রেখে যায় সেই শুদ্ধ আকাশ।


সবুজ শ্যামল করিতে এই পৃথিবীর মাটি
       ভালোবাসার নিবন্ধে, চলো করি মোরা খাঁটি।
সব ভেদাভেদ ভুলে, মানুষ মানুষের জন্য,
       চলো সেথা হাঁটি মোরা জীবন করিতে ধন্য।


এ পৃথিবীর আয়ু মাত্র, কয়েকটি দিন,
   কেন তব ধরে রাখবো জীবনের ঋণ।
প্রসারিত হ্রিদয় কোরিয়া, খুলিয়া সে দ্ধার,
      নতুন রূপে যেন ঐ  নব সঞ্চার।