জীবন আছে তাই চাওয়া পাওয়া
       জীবন আছে তাই আসা যাওয়া
জীবন আছে তাই আকাঙ্ক্ষা বহুদূর
         জীবন আছে তাই ছন্দ গানের সুর

চাওয়া পাওয়া গাঁথা জীবনের মাঝে
        তাই তো দুঃখ আনন্দ সকাল সাঁঝে
এ জীবনে আশা আকাঙ্ক্ষায় ভরা
           এ জীবন চাওয়া পাওয়াই মশকরা

চাওয়া পাওয়া সৃষ্টি আদি হতে অন্ত
        এর কাহিনী ইতিহাস বৃহৎ বৃত্তান্ত
চাওয়া পাই তাই দুঃখ আনন্দ
       চাওয়া পাওয়ার মাঝে আনন্দ-পরমানন্দ