জীবন এক স্বপ্ন, স্বপ্ন আকাশ ঘিরে,
        জীবন আছে তাই স্মৃতি আসে ঘুরে ফিরে।
জানিনা কেউ কবে, কতদিন ধরাই রবো,
      এর মাঝে যা-কিছু জীবনে,ভালো-মন্দ যা পাব


কত স্বপ্ন আঁকা, এ এ জীবন জীবনকে ঘিরে--!
      জীবনের দুটি ধ্বারা, একুল ওকুল নদীর তীরে
যে কটা দিন আয়ু, এ পৃথিবীর তরে রয়,
       জীবন জীবনের মাঝে ক'রে নিতে হয় পরিচয়।


এরই মাঝে কত স্বপ্ন, জীবনটা আছে তাই,
      কেউ ফুল ফুটিয়ে যায় এই জীবনের বাগিচায়,
ভালো-মন্দ নিয়েই, এ জীবনের বিচিত্র ধ্বারা,
         জীবনের যে খোঁজ পাই জ্বালাই সন্ধ্যাতারা,


কত স্বপ্ন বিভোর আঁখি, কত আশা ভালবাসা,
         সবাইতো পারে না জীবনকে করতে খাসা।
এরই মাঝে জীবন, স্বপ্ন আঁকাবাঁকা পথ,
     জীবনকে যে খুঁজে পায় জীবনের ভবিষ্যৎ।